গৌরীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলার আলোচনা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

0
গৌরীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে উন্নয়ন মেলার আলোচনা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : গৌরীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলার সমাপনী দিনে সেরা পুরুষ্কার পেয়েছে সরকারের চার প্রতিষ্ঠান। আজ মঙ্গলবার বিকালে স্থানীয় পাবলিক হলে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণের আয়োজন করা হয়।

গত রবিবার (১৭ সেপ্টেম্বর) তিনদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। এতে সরকারি ও বেসরকারি ৪০টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। বিচারকদের মূল্যায়নে প্রথম হয়েছে উপজেলার স্থানীয় সরকারের ১০টি ইউনিয়ন পরিষদের সমন্বয়ের স্টল ‘ইউনিয়ন পরিষদ পরিসেবা, দ্বিতীয় স্থান অর্জন করেছে উপজেলা কৃষি অফিস ও যৌথভাবে তৃতীয় হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সমাপনী ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরীফ হাসান অনু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here