প্রেসনিউজ২৪ডটকমঃ মো: মাহফুজুর রহমান ( গৌরীপুর) ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে ঝড়েপড়া প্রতিরোধ, শিক্ষার মান উন্নয়ন, সঠিক সময়ে ক্লাস, শিক্ষার উপকরণ ব্যবহার, শিক্ষার্থী তথ্য-প্রযুক্তিতে যুক্তকরণসহ নানা কার্যক্রমে সেরাদের নাম ঘোষণা করেন ইউএনও ফৌজিয়া নাজনীন ও উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর/২০২৩) উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকের জন্য বাছাই পর্ব শেষে শ্রেষ্ঠদের নাম প্রকাশ করেন। উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি পূর্বভালুকা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. আব্দুল কাদির, কাব শিক্ষক গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. রাজিব আহম্মেদ, প্রতিষ্ঠান শেখ লেবু স্মৃতি পৌরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহকারী শিক্ষক গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুরুল হক, সহকারী শিক্ষিকা মনাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছাম্মদ আছমা খাতুন, প্রধান শিক্ষক পাঁচাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. মফিজুর রহমান, প্রধান শিক্ষিকা আব্দুল শেখ মেমোরিয়াল পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সানজিদা ইয়াসমিন, কর্মচারী গৌরীপুর শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ মাসুদ রানা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু রায়হান।