ভোলায় রাতের আধাঁরে স্কুল ঘর উধাও,ফিরে পেতে শিক্ষক,শিক্ষার্থীদের মানববন্ধন

0
ভোলায় রাতের আধাঁরে স্কুল ঘর উধাও, ফিরে পেতে শিক্ষক, শিক্ষার্থীদের মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘর সহ আসবাবপত্র রাতের আধাঁরে উধাও, ফিরে পাওয়ার দাবিতে শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকরা মানববন্ধন করেছেন। ঘটনার তিনদিন পর খোলা তারিখ আজ রোববার (২৭ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড এক কপাট স্লুইস গেইট সংলগ্ন এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিকুল ইসলাম, সহকারী শিক্ষক জুনায়েদ, শিক্ষিকা রিমা বেগম। অভিভাবক আবদুস সালাম, ও মো. কামাল সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, ২০০৬ সাল থেকে মধ্যে চরআইচা কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি আস্ট্রেলিয়ন সংস্থার অর্থায়নে দীর্ঘ ১৭ বছর যাবত পাঠদান করে আসছে। এই বিদ্যালয়ের জমি দাতা চরআইচা গ্রামের বশির উল্লাহ সভাপতি থাকার সুবাদে তার জমিতে দুর্যোগ মোকাবিলার জন্য কো-ইড প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি আশ্রয় কেন্দ্রের ভবন নির্মাণের অনুমোদন হয়।

এরপর সাম্প্রতি সময়ে বশির উল্লাহ মিয়া কো-ইড প্রাথমিক বিদ্যালয়টি অন্যত্রে সরিয়ে নেয়ার আলটিমেটাম দেন বিদ্যালয়ের দায়িত্বরত শিক্ষকদের। পরবর্তীতে কো-ইড সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানাই হয়। এরই মধ্যে গত ২৫ আগষ্ট শুক্রবার ভোর বেলা বিদ্যালয়টি উধাও হয়েছে বলে স্থানীয়রা মুঠো ফোনে জানান। ঘটনার পরপরই সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়টির টিন সেটের ঘর, ২৪ টি বেঞ্চ , ৪ টি টেবিল, একটি স্টীলের আলমিরা সহ প্রয়োজনীয় কাগজ পত্র উধাও ।

আমরা কো-ইড সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বিষয়টি অবগত করেছি। তারা আরো বলেন, বর্তমানে ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে আমরা রাস্তায়। পাঠদানও চালাতে পারছিনা। তারা বলেন যদি আমাদের বিদ্যালয়ের আসবাবপত্র সহ বিদ্যালয়টি ফিরে না পাই পরবর্তীতে কঠিন আন্দোলন গড়ে তোলবো হুশিয়ারী দেন মানববন্ধনে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা ও অভিভাবকরা। বক্তব্যতে স্থানীয়রা জানান, গত শুক্রবার ভোর রাতে স্কুলের সভাপতি বশির উল্লাহ মিয়া ও তার ছেলে মো. বাকের ভাংচুর করে বিদ্যালয়টির আসবাবপত্র নিয়ে যান।

এবং সেখানে সুপারির চারা রোপণ করেন। বিদ্যালয়টি ভাংচুর করা তাদের অন্যয় হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবী জানান তারা। এবিষয়ে কো-ইড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. বশির উল্লাহ মিয়া ও তার ছেলে বাকের স্কুল ঘর ভাংচুরের কথা অস্বীকার করেন, মানববন্ধনের বিষয়ে প্রশ্ন তুললে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

দক্ষিণ আইচা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here