প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামকে এক আনুষ্ঠানিক ভাবে সভা করে বাল্য বিবাহ মুক্ত গ্রাম হিসেবে ঘোষনা করেছে। রবিবার সকালে ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ -এনএসএস এ কার্যক্রমের আয়োজন করেন।
বাল্য বিবাহ মুক্ত ঘোষনা উপলক্ষে মানিকঝুরি গ্রামের বালুর মাঠে নাচনাপাড়া গ্রামকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করার জন্য প্রায় ৫শতাধিক কিশোর কিশোরী ও মায়েদের উপস্থিতিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ কাদের মিয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপকুমার পাল, আমতলী থানার নারী ও কিশোর কিশোরী হেল্প ডেস্কের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই খাদিজা বেগম, এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, সাংবাদিক জাকির হোসেন, যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম বাদল, ওয়ার্ল্ড ভিশন আমতলী এড়িয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস প্রমুখ।
সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষনার ফলক উম্মোচন করেন।