প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গোপালপুর দাসপাড়া গ্রামে বাড়ী থেকে ছাগল ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ করার মন্দিরের সামনে বৃদ্ধ নারী ফুলমতি দাসকে (৬৫) পিটিয়ে আহত করা হয়েছে।প্রতিবেশীরা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
এ ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার দিকে মহেশপুর পৌর এলাকার গোপালপুর দাসপাড়া গ্রামে মন্দিরের সামনে। এ ঘটনায় আহত ফুলমতি দারের ছেলে বিপুল দাস বাদি হয়ে নির্মল দাস ও রাজেন দাসকে আসামী করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, শনিবার দুপুরে গোপালপুর গ্রামের বিল্পব দাস জোর পুর্বক বিপুল দাসের বাড়ী থেকে ৮টি ছাগল ধরে নিয়ে যায়।
এক পর্যায়ে স্থানীয় ভাবে এক সালিশ বসে। সালিশ চলা অবস্থায় বিপুল দাসের বৃদ্ধ মা ফুলমতি দাসকে মন্দিরের সামনে ডেকে নিয়ে পিটিয়ে আহত করে। মহেশপুর থানার সেকেন্ড অফিসার এস আই আসাদুজ্জামান আসাদ জানান, অভিযোগের তদন্ত চলছে। তবে এ ঘটনায় এলাকায় সালিশ বসবে বলে সোনা যাচ্ছে।