গৌরীপুর উপজেলা প্রশাসন কর্তৃক ২২ হাজার ভূমিহীন পরিবারকে গৃহ প্রদান কাযর্ক্রম বিটিভি এর মাধ্যমে দেখানো হয়

0
গৌরীপুর উপজেলা প্রশাসন কর্তৃক ২২ হাজার ভূমিহীন পরিবারকে গৃহ প্রদান কাযর্ক্রম বিটিভি এর মাধ্যমে দেখানো হয়

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ গৌরীপুরে উপজেলা প্রশাসন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর প্রদান কাযর্ক্রম বিটিভি এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় ।

উপজেলার হলরুমে এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নিবার্হী অফিসার জনাব ফৌজিয়া নাজনীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, এসিলেন্ট আফরোজা আফসানা , গৌরীপুর থানার ভারপ্রাপ্ত ওসি মাহমুদুল হাসান,গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশনের প্রধান মোঃ শাহজাদা সহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় বিটিভি টেলিভিশনের সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে আরও ১২টি জেলা গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয় । এ নিয়ে গৃহ ও ভূমিহীনমুক্ত জেলার সংখ্যা বেড়ে দাঁড়াল ২১টি। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমিপাকা এসব ঘর পরিবারগুলোর কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

এ সময় দেশের ১২৩টি উপজেলাকে সম্পূর্ণ ভূমিহীন-গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করেন সরকার প্রধান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here