বরগুনা তালতলীতে টানা বৃষ্টিতে ডুবে গেছে আমনের বীজতলা

0
বরগুনা তালতলীতে টানা বৃষ্টিতে ডুবে গেছে আমনের বীজতলা

প্রেসনিউজ২৪ডটকমঃ মুঃ আঃ মোতালিব তালতলী (বরগুনা) প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে টানা বৃষ্টিতে ডুবে গেছে আমন ধানের বীজতলা। এ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন প্রান্তিক কৃষকরা। অতি বৃষ্টির কারণে বীজতলা ডুবে গিয়ে পচন ধরেছে চারায়। সাগরে নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে গত পাঁচ দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে তালতলীর সর্বোত্রই আমনের বীজতলা পানিতে তলিয়ে রয়েছে।

এতে আমনের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। আমন চাষে নতুন করে বীজতলা তৈরির সময় নেই, এতে বিপর্যয়ের মুখে পড়েছে আমন আবাদ। অধিকাংশ কৃষকরা জানিয়েছে, এর আগে তাপপ্রবাহে পুড়ছিল দেশ। ফলে দেশের আবাদি জমিগুলো প্রায়ই পানিশূন্য হয়ে প্রখর রোদে নষ্ট হচ্ছিল বীজতলা। এমন পরিস্থিতিতে অনেকে বিকল্প ব্যবস্থায় সেচের পানিতে আমনের চারা রোপণের চিন্তা করছিলেন কিন্তু টানা ৫ দিনের বিরহীন বৃষ্টিতে বীজ তলা তলিয়ে গেছে।

তবে বীজের বয়স বেশি হয়ে গেলে ফলন কমে যায়। পাশাপাশি দেরিতে আবাদ হলে রোগবালাই বেশি হয়। এ অবস্থায় আমন আবাদে কৃষকের সার ও কীটনাশকও স্বাভাবিকের চেয়ে বেশি প্রয়োজন হবে। তাছাড়া তীব্র গরমের কারণে শ্রমিকদের কাজে ধীরগতি এসেছে। সব মিলিয়ে আমন চাষে কৃষকের হাল খরচ, সেচ খরচ ও শ্রমিক খরচ বেশি পড়ছে। এতে লাভ এর চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি।

কৃষকেরা আরও জানান, ২৫ দিন আগে ব্রি-২৩ ধানের বীজ করেছেন। গত ৫ দিনের টানা বৃষ্টিতে আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে আছে। পানিনিষ্কাশন না হলে বীজতলার চারা পচে যাবে। তখন আমন রোপন করতে হলে আবার তাঁদের উচ্চ দামে বীজ কিনে খেতে রোপণ করতে হবে।

উপজেলা কৃষি অফিসার সুমন হাওলাদার জানান, তালতলী উপজেলায় চলতি বছর ১৬হাজার ৩২০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে হঠাৎ অতিবৃষ্টির কারণে শতকরা ৯৫ জনের বীজতলা পানির নীচে। এতে চলতি মৌসুমে কৃষকরা ক্ষতির মুখে পড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here