মহেশপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর

0
মহেশপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের অগ্রগতি নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এ
প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শরিফ শাওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুণ নেছা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ শাহারিয়া আকাশ,বেনজামিন বিশ^স প্রমুখ ।  প্রেস ব্রিফিং এ জানানো হয় ৪র্থ পর্যায় গৃহহীন পরিবারের মধ্যে ৬৬ টি ঘর দুই কক্ষ বিশিষ্ট হস্তান্তর করার জন্য সম্পন করা হয়েছে।

ইতোমধ্যে ২০টি ঘর হস্তান্তর করা হয়েছে বাকী ৬৬ টি ঘর আগামী ৯ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে হস্তান্তর করবেন।  প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান,মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক,প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ এনামুলহক দুলু, মহেশপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অসীম কুমার মোদক, প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়,সাংবাদিক মোঃ আজাদ প্রমুখ।

উল্লেখ্যঃ ইতি পুর্বে মহেশপুর উপজেলায় গৃহহীন,আশ্রয়ন ও গুচ্ছ গ্রামে ২০৭টি ঘর হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here