প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে শহরে সচেতনতামূলক প্রচারপত্র বিলি, র্যালী ও মাইকিং করা হয়েছে।
গতকল বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টায় চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে প্রচারাভিযানে বক্তব্য রাখেন খাঁনপুর ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক স্বপন কুমার শর্মা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস,জেলা সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ ও জেনারেল (ভিক্টোরিয়া)হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.শেখ ফরহাদ মাহমুদ।
এ ছাড়াও কর্মসূচিতে জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সেবিকা ও স্বাস্থ্য সহকারিগণ অংশগ্রহণ করেন। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্লেকার্ড সজ্জিত একটি ট্রাক শহরের বিভিন্ন সড়কে দিনব্যাপী মাইকিং চালিয়ে যায়।