প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃমাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ গৌরীপুরে শুক্রবার ১৪জুলাই চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে ও বর্ণামালা কিন্ডারগার্টেনের সহযোগিতায় ‘স্মার্ট হবো, অ্যাওয়ার্ড পাবো’ এ স্লোগানে কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শাপলা ও পিএস প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি ক্যাম্পের উদ্বোধন করেন ক্যাম্প চীফ এএলটি বিদ্যুৎ কুমার নন্দী। ক্যাম্প পরিচালনা করেন ডেপুটি ক্যাম্প চীফ নয়ন কুমার দাস। প্রশিক্ষণের বিভিন্ন বিষয় তুলে ধরেন উডব্যাজার সাইফুল ইসলাম, মাজহারুল ইসলাম, ঈমাম হোসেন, রাজিব আহমেদ, আলী হায়দার, ইউনিট লিডার বাদশা মিয়া, মহসিন আলম,অভিভাবক লিপিকা দাস, সহ-ইউনিট লিডার সাবিনা ইয়াসমিন, রোভার জান্নাতুল ফেরদৌস আঁখি, রমজানুর রহমান নাজিম, মৌসুমী আক্তার রিনি, জাহাঙ্গীর আলম, চামেলী রানী ধর, জাহাঙ্গীর আলম জয়, আবুল বাশার প্রমুখ।
ক্যাম্পে শিশুদেরকে স্কাউট প্রতিজ্ঞা, আইন, মটো, স্কাউট আন্দোলনের উদ্দেশ্য, মূলনীতি ও স্কাউট পদ্ধতি, মডেল প্যাক মিটিং, মডেল ট্রুপ মিটিং, প্রাথমিক বিধিবিধান ব্যবহারিক, কাব বৃত্তের প্রকারভেদ, কাব অভিযান, দীক্ষানুষ্ঠানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।