গৌরীপুরে অতিরিক্ত ভাড়া আদায়, চার চালককে অর্থদণ্ড প্রদান

0
গৌরীপুরে অতিরিক্ত ভাড়া আদায়, চার চালককে অর্থদণ্ড প্রদান

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ গৌরীপুরে অটোরিকশা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে চার চালককে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন।

জানা গেছে, ঈদুল আজাহাকে পুঁজি করে গৌরীপুর থেকে ময়মনসিংহ রুটে অটোরিকশার জনপ্রতি যাত্রী ভাড়া ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা ও গৌরীপুর থেকে শ্যামগঞ্জ রুটে অটোরিকশার জনপ্রতি যাত্রী ভাড়া ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা আদায় করছিল চালকরা। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিবার্হী ম্যাজিস্ট্রেট চার অটোরিকশা চালককে অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত চালকরা হলেন- আলমগীর ৫ হাজার, শহীদুল ইসলাম ৫ হাজার, দুলাল ৫ হাজার ও সুমন ২ হাজার। উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ফৌজিয়া নাজনীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here