গৌরীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

0
গৌরীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষ রোপণ ও বৃক্ষমেলা উপলক্ষে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় গৌরীপুর উপজেলায় আনসার ও ভিডিপি কাযার্লয়ে আজ বৃহস্পতিবার ২২ জুন সকালে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন- মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, গৌরীপুর,। তিনি বলেছেন, সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ; প্রতিপাদ্যকে ধারণ করে বিশ্ব পরিবেশ দিবস- ২০২৩ উদযাপন করা হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গৌরীপুর উপজেলায় ১০ টি ইউনিয়ন ১টি পৌরসভায় বৃক্ষরোপণ অভিযান- ২০২৩ পালন করা হচ্ছে। উপজেলার প্রত্যেক গ্রামে প্রতিটি সদস্যকে ফলজ, বনজ, ভেষজ ওষধি গাছের চারা রোপণের ব্যবস্থা নেওয়া ও অন্যান্যদের উদ্বুদ্ধ করতে আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এ সময় উপজেলা প্রশিক্ষক,মো:সোহাগ মিয়া,উপজেলা প্রশিক্ষিকা তানিয়া লিপি দলনেতা-দলনেত্রী, উপজেলা কোম্পানী কমান্ডার’রা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here