প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির এর আয়োজনে শান্তিপূর্নভাবে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব পালিত হয়েছে এ সময় রথযাত্রা উৎসবে আগত ভক্তবৃন্দের সার্বিক মঙ্গল কামনা করে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে বলেন, জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সফল করতে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি।
রথযাত্রার সাথে সংশ্লিষ্ট সকলকে নিয়ে শহরের চাষাড়ায় গোপাল জিউর মন্দিরে মত বিনিময় সভা করেছি, এছাড়াও অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তার জন্যে প্রশাসনের সাথে একাধীকবার বৈঠক করেছি। ধর্ম যার যার রাষ্ট্র সবার এ শ্লোগানকে সামনে রেখে অসম্প্রদায়ীক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সাম্য মৈত্রি আর ভ্রাত্বিবোধ প্রতিষ্ঠায় আমরা সদা নিয়োজিত আছি।
শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির এর সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পির সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রবাস সাহার সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শিখন সরকার শিপন, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাবু শংকর সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুশিল দাস, বন্দর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, কৃষ্ণ আচার্য্য, অভিরাজ সেন সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।