গৌরীপুরে ক্ষুদে বিজ্ঞানীর আবিস্কার “পানিতে গ্যাস মিশিয়ে এক তৃতীয়াংশ খরচে মিলবে জ্বালানিশক্তি”

0
গৌরীপুরে ক্ষুদে বিজ্ঞানীর আবিস্কার “পানিতে গ্যাস মিশিয়ে এক তৃতীয়াংশ খরচে মিলবে জ্বালানিশক্তি”

প্রেসনিউজ২৪ডটকমঃমোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ পেট্টোল গ্যাস পানিতে প্রবাহ সৃষ্টির মাধ্যমে এক তৃতীয়াংশ খরচ কমানোর সহজলভ্য জ্বালানি আবিস্কার করেছে ক্ষুদে বিজ্ঞানী মো. আবু হারেছ। এ আবিস্কার দেখতে আজ শনিবার ১৭জুন ছিলো উৎসুক জনতার ভিড়। বিশ্বব্যাংক ও এএসএসইডি (এস্টেড) প্রকল্পের অধিনে ময়মনসিংহের গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ আয়োজিত দক্ষতা বিষয়ক প্রতিযোগিতায় এ আবিস্কারের বিষয়টি প্রদর্শিত হয়।

এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয় ১৫টি ক্ষুদে বিজ্ঞানীর আবিস্কার। একক দক্ষতা অর্জনে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মো. আবু হারেছ। বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন ময়মনসিংহ বিভাগের কারিগরী শিক্ষার পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়।

বক্তব্য রাখেন বিএম শাখার চীফ ইন্সট্রাক্টর মাজুদা বেগম, ইন্সট্রাক্টর (ইলেকট্টিক্যাল) মো. আরিফুর রহমান, পদার্থ বিভাগের আবু খায়ের মোহাম্মদ মনিরুর হাছান, গণিত বিভাগের মোহাম্মদ আলমগীর কবির, রসায়নের মুহাম্মদ আবিদ হাসান রাফি, ইংরেজি বিভাগের সুমা আক্তার, শিক্ষক এনামুর হক, মো. বেলার হোসেন, গোপাল চন্দ্র সাহা, মোহাম্মদ মামুনুর রহমান, কাজী আনছার উদ্দিন, খায়রুল আলম, জান্নাতুল ফেরদৌসী, মো. মঞ্জুরুল হক, মো. আনিসুর ইসলাম প্রমুখ। আবু হারেছ তারাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার পুত্র।

সে জানায়, ৩সদস্যের একটি পরিবার মাত্র ১১৭টাকা ব্যয়ে এক লিটার পেট্টোল ব্যবহার করে ১০/১৫দিনের রান্না চালাতে পারবেন। যেখানে সে এলপিজি গ্যাস ব্যবহার করলে ব্যায় প্রায় ৩৫০ টাকা থেকে ৪শ। গৃহিণীরা সহজেই ব্যবহার করতে পারবেন। বিস্ফোরণ না নিরাপত্তাজড়িত কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও জানান, দেশে বা বিদেশ কোথাও এ পদ্ধতি ব্যবহৃত হয়নি।

বিজয়ীরা হলেন যথাক্রমে একক প্রতিযোগিতায় আবু হারেছ, এসকে সিজান, আরিফুল ইসলাম আবির দ্বৈততে মো. ইয়াসিন, খাইরুল ইসলাম আবির, প্রীতম পাল, শুভ, শংকর দীপ বিশ্বাস, তাফেতজামান সামি দলীয়তে ওমর ফারুক রাফি, মাহাদী নুর আহমেদ, মাহফুজ রানা, দ্বিতীয় আবির হাসান, মো. আহাদ ও রাফাত মিয়া তৃতীয় শাহরিয়ার আহমেদ সাজিন, স্বর্ণক হাসান, সোহান মিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here