প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধ এবং চিকিৎসা সেবা প্রদান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. আফম মুশিউর রহমান। কর্মশালায় বক্তব্য রাখেন খাঁনপুর ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সোলায়মান, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদ, সহকারি পিপি অ্যাডভোকেট নূর জাহান ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।
বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাব ডিআইসি ইনচার্জ নিশি আক্তার ইতি’র Conditioning উপস্থাপনায় কর্মশালায় ইমাম ও খতিব, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি ও তৃতীয় লিংগের প্রতিনিধিগণ অংশগ্রহণ করে। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, ডিএসআই মো. লিয়াকত আলী ভূঁইয়া ওপরিসংখ্যান কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমূখ