প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন বাজারে আগুন লেগে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। সোমবার (৫ মে) বিকেল ৩টার দিকে লালমোহন পৌরশহরের মোল্লা জামে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকা- ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ভোলার উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় বোরহানউদ্দিন ও চরফ্যাশন থেকে আরও ২ ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কিন্তু ততক্ষণে লাইব্রেরি, লেপতোষকের দোকানসহ ১৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় এক ফায়ারম্যানসহ দ’ুজন আহত হওয়ার বর পাওয়া গেছে। বৈদ্যূৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন।এ ব্যাপারে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।