প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :”বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে অপরাধীদের আইনের আওতায় এনে সর্বস্তরের জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ।
এরই ধারাবাহিকতায়, চাঞ্চল্যকর এই ঘটনার প্রেক্ষিতে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মে, ২০২৩ খ্রি. তারিখভোর অনুমান ০৫.০০ ঘটিকায় ময়মনসিংহের ফুলপুর থানাধীন পয়ারী গ্রাম থেকে উক্ত মামলার অন্যতম আসামী মোঃ খোকন মিয়া (২৫), পিতাঃ মোঃ ইদ্রিস সাং- চরভাবনা, থানাঃ নকলা, জেলাঃ শেরপুর’ কে গ্রেফতার করে।
র্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন এতথ্য নিশ্চিত করেন।জানা যায়, জমি সংক্রান্ত বিরোধে গত ০৫ মে, ২০২৩ খ্রি. তারিখে বর্গাচাষী ভিকটিম আলী হোসেন খুন হয় এরই প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী মোছাঃ নাছিমা বেগম বাদী হয়ে মোঃ খোকন মিয়া (২৫) সহ ১৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামীকে শেরপুর জেলার নকলা থানায় হস্তান্তর করা প্রক্রিয়াধীন।