গৌরীপুরে বোর ধান- চাল সংগ্রহ অভিযান শুরু

0
গৌরীপুরে বোর ধান- চাল সংগ্রহ অভিযান শুরু

প্রেসনিউজ২৪ডটকম: মোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারিভাবে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে অভিযান উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদএমপি।

জানা গেছে, ২০২২/২৩ অর্থবছরে সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় উপজেলায় ১৭ হাজার ৭শ ২৯ মেট্রিক টন চাল ও ১ হাজার ৬শ ৬৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৪ টাকা ও প্রতি কেজি ধান ৩০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। এ অভিযান চলবে আগষ্ট মাস পযর্ন্ত।

উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ইউএনও (ভারপ্রাপ্ত) আফরোজা আফসানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফজ্জল হোসেন খান, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিয়া, শ্যামগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধার্থ শংকর তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশিম রাইস মিল মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here