ভোলায় বসতঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

0
ভোলায় বসতঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলায় বসতঘর থেকে কুলসুম বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ মে) সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত কুলসুম বেগম ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মো. তছির মাঝি স্ত্রী। পুলিশ ও নিহতের স্বজনরা সূত্রে জানাযায়, একটি মারধরের মামলায় আসামি হওয়ায় স্বামী তছির মাঝি বেশ কয়েক বছর ধরে শ্বশুরবাড়িতে পালিয়ে রয়েছেন। স্ত্রী কুলসুম বেগম তিন সন্তান নিয়ে স্বামী তছির মাঝির বাড়িতে অবস্থান করছেন।

রোববার রাতে কুলসুম বেগম দুই শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। বড় ছেলে মো. হানিফ নদীতে মাছ শিকারে করতে যায়। সকালে স্থানীয়রা কুলসুমের ঘর থেকে শিশুদের কান্নার শব্দ পেয়ে সেখানে গিয়ে রক্তাক্ত লাশ দেখতে পান। পরে নিহতের বড় ছেলে বাড়িতে এসে পুলিশে খবর দেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ কুলসুম বেগমকে হত্যা করা হয়েছে। কী কারণে এমন হত্যাকা- ঘটানো হয়েছে তা তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here