প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর খাদ্য গুদাম চত্তরে শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল অভ্যন্তরীন বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভ্যন্তরীন বোরো ধান ও চাল ক্রয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, খাদ্য গুদাম কর্মকর্তা হাবিবুর রহমান,হুমায়ুন কবির প্রমুখ।
এবার বোরো মৌসুমে ১৯৬৬ মেঃটন ধান ক্রয়করা হবে প্রতি কেজি ৩০ টাকা দরে, ৭৯৩ মেঃটন চাল ক্রয়করা হবে প্রতি কেজি ৪৪ টাকা দরে ও ২৭২ মেঃটন গম ক্রয়করা হবে প্রতি কেজি ৩৫ টাকা দরে।