ময়মনসিংহে জেএমবি’র সিরিজ বোমা হামলার চার্জশীটভুক্ত আসামি গ্রেফতার

0
ময়মনসিংহে জেএমবি’র সিরিজ বোমা হামলার চার্জশীটভুক্ত আসামি গ্রেফতার

প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম ময়মনসিংহ জেলা প্রতিনিধি : বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। খুন, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সেইসাথে র‍্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় জঙ্গিবাদ দমন ও জঙ্গি বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সকাল ১১ টা থেকে ১১.৩০ এর মধ্যে দেশের ৬৩ জেলার প্রেসক্লাব, গুরুত্বপূর্ণ স্থাপনায় সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। ময়মনসিংহে এই বোমা হামলার ঘটনায়, পুলিশ বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় একটি মামলা রুজু করে। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর উক্ত আসামী আজিজুল হক গোলাপ’সহ আরো ১১ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এরই প্রেক্ষিতে, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল সোমবার (৮ মে/২০২৩) বর্ণিত জঙ্গি মামলার চার্জশীটভুক্ত দীর্ঘ ১৮ বৎসর যাবত পলাতক আসামী আজিজুল হক গোলাপ (৩৮) কে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করে। উক্ত আজিজুল হক গোলাপ ময়মনসিংহের গৌরীপুর থানাধীন তাতীরপায়া গ্রামের মৃত রুস্তম আলী মাস্টার এর পুত্র।

মঙ্গলবার (৯ মে) সকালে র‍্যাব-১৪, ময়মনসিংহ কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি মুহিবুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।  উক্ত প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিশিষ্ট লেখক সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম ও সাংবাদিক মো মাসুদ আলম ভূঞা সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here