প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ রফিকুল ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ “দ্রব্যমূল্য ও মৌলিক অধিকারের সাথে মিল রেখে মজুরী প্রদানের ব্যবস্থা করতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ১মে-২০২৩ সোমবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় একটি মিলনায়তনে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চল উপদেষ্টা জনাব প্রফেসর আঃ তাওয়াব, বিশেষ অতিথি ফরিদপুর জেলার প্রধান উপদেষ্টা জনাব মুহাম্মদ বদরুদ্দীন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলার উপদেষ্টা জনাব ইমতিয়াজ উদ্দীন আহমাদ, সদর উপজেলা উপদেষ্টা জনাব জসীম উদ্দীন, পৌরসভা উপদেষ্টা মাওঃ রফিকুল ইসলাম খান, শামীম আতাহার, জাহিদ মোল্লা, সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন শ্রমিক কল্যাণ ফেডারেশণের ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব এস,এম আবুল বাশার। অনুষ্ঠানে অতিথিরা বলেন, পুঁজিবাদী অর্থনীতির মৌলিক ত্রুটির কারণে শ্রমিক-মালিক সম্পর্কের সন্তোষজনক সমাধান করা আজও সম্ভব হয়নি। বক্তারা আরো বলেন, মানব রচিত কোন মতবাদই মানব সমস্যার সমাধান দিতে পারেনা। শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগেই শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্য বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) জোর তাগিদ দিয়েছেন। বিশ্বনবীর তাগিদ বাস্তবায়নের মধ্যেই শ্রমিকদের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিহিত।
ইসলামী শ্রমনীতি চালু করা ছাড়া আর কোন উপায়েই শ্রমিক সমাজের মুক্তি আসবে না। শ্রমিকদের প্রকৃত অধিকার পেতে হলে একমাত্র সৎ এবং চরিত্রবান লোকের শাসন প্রয়োজন। তাই আমাদের কে সৎ ও যোগ্য লোক তৈরি করতে হবে। সার্বিকভাবে আল্লাহর বিধান ও রাসূল সাঃ এর আদর্শ কে অনুসরণ করতে হবে। এদিকে সকাল সাড়ে ৯ টায় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন ফরিদপুর পৌরসভা শাখার উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি ফরিদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের র্যালিতে যোগদান করেন। বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুদ্দিন মোঃ ইলিয়াস এবং ফরিদপুর পৌরসভা শ্রমিক কল্যাণ এর সভাপতি সিরাজুল ইসলাম র্যালিতে নের্তৃত্ব দেন।