ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি হলেন গৌরীপুর থানার মাহমুদুল হাসান

0
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ওসি হলেন গৌরীপুর থানার মাহমুদুল হাসান”

প্রেসনিউজ২৪ডটকমঃ মো:মাহফুজুর রহমান,গৌরীপুর(ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধাকারী অফিসার ইনচার্জ (ওসি) হলেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান। বুধবার (১২ এপ্রিল ২০২৩) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ শ্রেষ্ঠ অফিসারের হাতে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, মোহাইমিনুর রশিদ, ফাল্গুনী নন্দী, শাহিনুল ইসলাম ফকির, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ কামাল আকন্দ, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম, গৌরীপুর থানার অফিসার ইনর্জাজ মো. মাহমুদুল হাসান, ফুলপুরের আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এছাড়াও স্বাধীনতার মাসে সেরা ওসি ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার মোহাম্মদ শাহ কামাল আকন্দ, মাদক উদ্ধারকারী এসআই মো. আলাউদ্দিন, মামলার রহস্য উদঘাটনে এসআই মো. আনোয়ার হোসেন, এসআই নিরুপম নাগ, এসআই শাহ মিনহাজ উদ্দিন, কন্সটেবল মো. মিজানুর রহমান, এএসআই মোঃ আমীর হামজা, ট্রাফিক সার্জেন্ট গোলাম মোস্তফা, ওয়ারেন্ট তামিলকারী ভালুকা থানার এএসআই পাইলট ভৌমিক, গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্তের জন্য হালুয়াঘাট থানারর পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এছাড়াও কোতয়ালি থানা, ফুলপুর থানা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ও তাদের টীমকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয় । জানা যায়, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর উত্তরপাড়া এলাকা থেকে ২১টি গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে হাসনপুর উত্তরপাড়া গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র মো. এরশাদ মিয়া (৩২) গ্রেফতার করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here