প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা:দিনাজপুরের ফুলবাড়ীতে ২৬ লক্ষ টাকা প্রতারনা করে আত্মসাত করার মামলায় সারেজুল ইসলাম(৪২) নামে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের দলদলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক সারেজুল ইসলাম বেদদিঘী ইউনিয়নের দলদলিয়া গ্রামের মৃত মকসেদ আলীর পুত্র।মামলা সুত্রে জানানায়, বাদী মোঃ আবু বক্কর সিদ্দিক রাব্বি(৩১)এর পরিবারে সারেজুল ইসলাম ম্যানেজার হিসাবে সম্পত্তি দেখা শোনা,রক্ষনাবেক্ষণ,উৎপাদিত ফসলাদি সংগ্রহ,বিক্রয়সহ যাবতীয় কার্যাদি পরিচালনা করে আসছিল। এই ম্যানেজারী দায়িত্বকালে সে বাদীর নিকট হইতে বিভিন্ন সময় ২৬লক্ষ টাকা ধার হিসাবে গ্রহন করে।
সেই টাকা ফেরৎ চাইলে সে টাকা দিতে অস্বীকৃতি করলে তার বিরুদ্ধে গত ২৬ ফেব্রæয়ারী ২০২৩ইং তারিখে ঢাকা গাজিপুর অতিরিক্ত চিপ মেট্রপলিটন মেজিস্ট্রেট আদালতে অর্থ আত্মসাত ও প্রতারনা মামলা দায়ের করেন। যার মামলা নং সিআর-১০৯/২০২৩।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান,পার্বতীপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক রাব্বি নামে ব্যাক্তি দায়ের করা প্রতারনা করে অর্থ আত্মসাত মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করে।
সে দির্ঘদিন পালাত থাকে মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ১১টায় তাকে তার বাসা থেকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।