প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশের উদ্যোগে ও চরফ্যাশন ফায়ার সার্ভিসের সার্বিক সহায়তায় অগ্নি নির্বাপক ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ এপ্রিল) বিকাল ৪ টার দিকে শশীভূষণ থানা প্রাঙ্গণে এ অগ্নি নির্বাপক ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে ও চরফ্যাশন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. খোরশেদ আলমের সহায়তায় ৫জন ফায়ার ফাইটার যে কোন স্থানে গ্যাস সিলিন্ডার সহ যে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বিচলিত না হয়ে কি ভাবে আগুন নিভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ অগ্নি নির্বাপক ও সচেতনতামূলক মহড়াটি করেন।
এ সময় শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী, ওসি তদন্ত জিল্লুর রহমান, সেকেন্ড অফিসার সোলাইমান, চরফ্যাশন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. খোরশেদ আলম, ফায়ার ফাইটার মো. মাহাবুব আলম, মো. বণি আমিন, মো. ফয়সাল খান, নিতাই চন্দ্র দাস, মো. আলাউদ্দিন সহ থানার সকল স্টাফ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।