প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনহ “সবার জন্য স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় নারায়ণগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৩। শুক্রবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন এএফএম ডা. মুশিউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সোহান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান। দিবসটির প্রতিপাদ্যের উপর স্বাগত বক্তব্য রাখেন জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শেখ ফরহাদ।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখোন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তার, জুনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এমএ মান্নান ভূঁইয়া ও কেয়ার বাংলাদেশের তৌহিদুর রহমান। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা অসিফ মাহমুূ’র সঞ্চালনায় আলোচনা সভায় জেলার বিভিন্ন এনজিও সংগঠনের প্রতিনিধি, সেবিকা, স্বাস্থ্য সহকারিগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম স্বপন, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ ও জেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. লিয়াকত ভূইয়া প্রমূখ।