প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ রফিকুল ইসলাম,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলার বোয়ালমারীতে জনপ্রিয় বেসরকারী টেলিভিশন যমুনা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বোয়ালমারী পৌর সদরে অবস্থিত পাকঘর রেস্টুরেন্টে এ-উপলক্ষ্যে আলোচনা সভা, ইফতার মাহফিল, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
যমুনা টিভির বোয়ালমারী প্রতিনিধি মুহাব্বত জান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌর মেয়র সাংবাদিক সেলিম রেজা লিপন, বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য আহসান হাবীব শিকদার হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক কাজী হাসান ফিরোজ, ’বোয়ালমারী বার্তা’ সম্পাদক এ্যাডভোকেট কোরবান আলী, সময়ের প্রত্যাশা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুরশিদ আহমেদ সিকাদর লিটু, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আলী আকবর, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাহাদুল আক্তার তপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ মোর্তজা তমাল, যুবলীগ নেতা মিলন চৌধুরী, বাংলা টিভির প্রতিনিধি সুমন খান, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, জাগো নিউজ প্রতিনিধি এন কে বি নয়ন, যায়যায়দিন প্রতিনিধি দিপংকর পোদ্দার অপু, কালের কন্ঠ প্রতিনিধি এম এম নূর ইসলাম, পাক্ষিক নজীর বাংলা সম্পাদক সাইফুল্লাহ নজীর মামুন, আমার সংবাদ প্রতিনিধি কিশোর মাহমুদ, আমাদের অর্থনীতি প্রতিনিধি সনৎ চক্রবর্তী, খবর পত্রের প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, ভোরের ডাকের প্রতিনিধি কে এম রেজাউল করিমসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও সূধীজন।
অনুষ্ঠানে আলোচনা সভা কেক কাটা ও ইফতারী গ্রহনের আগে যমুনা টিভির প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি প্রয়াত নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।