প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী ( বরগুনা) প্রতিনিধি:বরগুনার তালতলীতে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক মুদি দোকান থেকে ট্রেড কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) পন্য জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা ওই মুদি দোকানে কে ১২ দিনের কারাদন্ডাদেশ দেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পা তালতলী বাজারের অনিল চন্দ্র শীলের মুদি দোকানে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালায়। ওই সময়দোকান থেকে ৪১ কেজি চিনি, ৮০ কেজি ডাল ও ৭২ লিটার ( ৩৬ বোতল ) সোয়াবিন তেল জব্দ করেন।
মুদি দোকানে টিসিবি’ র পণ্য বিক্রি করার অপরাধেওই দোকানী অনিল চন্দ্র শীলকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৮৬০ এর ১৮৮ ধারায় ১২ দিনের কারাদন্ড দিয়েছেন।তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, মুদি দোকানে টিসিবি’ র পণ্য বিক্রির অভিযোগে দোকানীকে ১২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।