ফরিদপুরে মুরগি-গোস্তের দোকানে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

0
ফরিদপুরে মুরগি-গোস্তের দোকানে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

প্রেসনিউজ২৪ডটকমঃ ফরিদপুর জেলা প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে গোস্তের দাম নিয়ন্ত্রণে ফরিদপুরে বয়লার মুরগি ও বিভিন্ন গোস্তের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। ২৪ মার্চ-২০২৩ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর জেলা শহরের বিভিন্ন বয়লার মুরগি ও গোস্তের দোকানে এ অভিযান চালানো হয়।

এ সময় মুরগি ও গোস্তের দাম বেশি রাখা, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় রশিদ না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শহরের কোতোয়ালি থানা রোডে অবস্থিত আওয়াল গোস্তের দোকানকে দুই হাজার টাকা, চুনাঘাটা বেড়িবাঁধে লুৎফর গোস্তের দোকানকে একহাজার টাকা, বয়লার-লেয়ার ও সোনালী মুরগির খামার ও পাইকারি বিক্রেতা মেসার্স নাঈম এন্টারপ্রাইজকে চারহাজার টাকা এবং মেসার্স খান এগ্রোকে দুইহাজার টাকাসহ মোট নয়হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। জনস্বার্থে সরকারি ছুটির দিনসহ প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here