প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, মহেশপুর পৌর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আলহেরা,সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক রবিউল ইসলাম,ফতেপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান মাহমুদ,সহকারি শিক্ষক জসিম উদ্দিন,প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শাহীন আলম,কাউন্সিলর কাজি আতিয়ার রহমান,মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ। পরে অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।