ভোলায় অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে ভারসাম্যহীন নারীর মৃত্যু

0
ভোলায় অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে ভারসাম্যহীন নারীর মৃত্যু

প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে নাজমা (৩৪) নামে এক ভারসাম্যহীন নারী মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ভোলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে অসচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

মৃত নাজমা দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চর খলিফা গ্রামে দিনমজুর নিরব হোসেনের স্ত্রী। সে তিন সন্তানের জননী। মৃত নারীর পরিবার সূত্রে জানাযায়, গত ৩-৪ বছর ধরে নাজমা মানসিক ভারসাম্যহীন হয়ে জীবন-যাপন করছে। তার মাথায় মানসিক সমস্যা ছিল। ভোলা বরিশাল ও ঢাকায় তাকে বহুবার ডাক্তার দেখানো হয়েছিল।

ডাক্তারের দেয়া ঔষধ (ঘুমের ওষধও ছিল) সে নিয়মিত সেবন করতো। সোমবার সকালে তার প্রচ- মাথা ব্যথা হয়। কোনো উপায়ন্তর না পেয়ে খালি পেটে সে অতিরিক্ত ঘুমের ওষৃধ সেবন করে অসচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here