প্রেসনিউজ২৪ডটকমঃ গতকাল ২৪ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব জনাব আলহাজ্ব প্রফেসর মো. আমিনুল হক সরকার।আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্লে থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
স্কুলের পরিচালক আলী ইমাম আল রেজা বলেন, নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল ফুলবাড়ির শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অবদান রাখবে বলে আশা করি। সেই লক্ষ্যকে সামনে রেখে দূরের ছাত্র-ছাত্রীদের জন্য শহরমুখী শিক্ষা লাভে যাতায়াতের ব্যবস্থা একমাত্র ফুলবাড়ী নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলে নিশ্চিত করে।
পাশাপাশি নর্থ পয়েন্ট স্কুলের সঙ্গে জড়িত রয়েছে ফুলবাড়ীর প্রবীণ পরীক্ষিত অভিজ্ঞ শিক্ষক ছাড়াও নবীন উচ্চশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা। ছাত্র-ছাত্রীদের শিক্ষারপরিবেশ নিশ্চিতকল্পে আন্তরিক নর্থ পয়েন্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকা, স্কুলটির পরিচালক মন্ডলী ও সংশ্লিষ্ট সকলে ।