প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়ীতে পূর্ব শত্রুতা জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে ভর্তি হয়ে আছেন মহব্বত নামের একজন কয়লাখনি শ্রমিক।
গত সোমবার রাত দশটায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাম ভদ্রপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।আহত মহব্বত রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। এবং অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা া মোঃ রেজাউল, মোঃ আবু তাহের ও মোঃ মমিনুল হক ও তাদের দলবল।মহব্বতের বোন জেসমিন আরা বলেন, আমার ভাই মহব্বত প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে খাওয়া-দাওয়া সেরে শুয়ে পড়লে আবু তাহের লোক মারফত আমার ভাইকে বাড়ি হতে ডেকে জমিজমা সংক্রান্ত কথা আছে বলে বাড়ির পাশের তিলাই নদীর কিনারে নিয়ে যায়।
সেখানে পূর্ব থেকে ওত পেতে থাকা আবু তাহের ,রেজাউল ও মমিনুল সহ আরো ৫-৬ জন কিছু বুঝে ওঠার আগেই মহব্বতের উপর ঝাপিয়ে পড়ে। প্রথমে গামছা দিয়ে তার মুখ বন্ধ করে এরপর তার হাত-পা বেঁধে রড ও হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত উপর্যুপরি এলোপাতাড়ি মারতে থাকে। যার ফলে তার হাত ও পায়ের অনেক জায়গা ভেঙ্গে যায়। মাথা ফেটে রক্তাক্ত হলে সে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। মারা গেছে ভেবে হামলাকারীরা মহব্বত কে ফেলে রেখে সেই স্থান ত্যাগ করে।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরে ঘটনাস্থলে গিয়ে মহব্বতকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে। এবং মুমূর্ষ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে সেখানে অবস্থার উবনতি হলে তাকে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মহাব্বত সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।এ ব্যাপারে ফুলবাড়ী থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে ভুক্তভোগী পরিবার জানায়।