প্রেসনিউজ২৪ডটকমঃ জেলা সংবাদদাতা:দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে আছেন সোহাগ নামের ইটভাটার এক তরুণ শ্রমিক।গত শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় পার্বতীপুর উপজেলা হামিদপুর ইউনিয়নের বাডদীঘি গ্রামে এই ঘটনাটি ঘটে।
আহত সোহাগ নবাবগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামের মোঃ ইয়াসিন আলী ছেলে। এবং হামলাকার ী পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার বাডদীঘি গ্রামের বিশু চন্দ্র ও তার পরিবার।অভিযোগে উল্লেখ, ঘটনার দিন সোহাগ প্রয়োজনীয় কাজে ধুলাউদাল বাজারের উদ্দেশ্যে ভ্যানযোগে রওনা হলে রাস্তার মাঝপথে শিবের বাজার নামক স্থানে ভ্যানের গতি রোধ করে বিশু চন্দ্র ও তার দুই ছেলে নয়ন ,রোশনি সহ আরো ৫-৬ জন। এ সময় তারা সোহাগকে ভ্যান থেকে টেনে নামিয়ে এলোপাতাড়ি মারতে মারতে তাদের ভাড়া করা ভ্যানে উঠিয়ে নিয়ে যায়।
এ খবর সোহাগের বাড়িতে এসে পৌছিলে পরিবারের লোকজন মরিয়া হয়ে সোহাগ কে খুঁজতে থাকে আশেপাশের গ্রামগুলোতে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে হাত পা বাধা রক্তাক্ত ও অচেতন অবস্থায় সোহাগকে উদ্ধার করা হয় বিশুর বাড়ি হতে। তাকে সেখান থেকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয় পরিবারের লোকজন।
এ ব্যাপারে সোহাগের চাচা মোহাম্মদ মোস্তাকিম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা দিতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন ,তদন্ত সাপেক্ষে মামলা এন্ট্রি করা হবে।ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন ভুক্তভোগীর পরিবার।