প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতা ঃঝিনাইদহের মহেশপুরে আম্পানের ক্ষতি পুশিয়ে উঠতে না উঠতেই শত্রুতার কারনে আগুন দিয়েপুড়িয়ে দেওয়া হলো সাধন কুন্ডর তিন বিঘা জমির পানির বরজটি। ফায়ার র্সাভিসের কর্মীরাএসে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে তিন বিঘা জমির পানের বরজটিপুড়ে ছায় হয়ে গেছে।
এ ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর ২টার দিকে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকারকৈলাশপুর গ্রামের মাঠে।কৈলাশপুর গ্রামের হারুন ও ঈমান আলী জানান, দুপুর ২টার দিকে হঠাৎ করে দেখতে পাইআমাদের মাঠের সাধন কুন্ডর পানের বরজটির দু’পাশ দিয়ে ধোয়া বের হচ্ছে। পরে আমরা পানেরবরজের পাশে এসে দেখতে পাই বরজটিতে আগুন ধরে গেছে।
তারা আরো জানান, এর কিছুক্ষনের মধ্যেফায়ার র্সাভিস উপস্থিত হয়।পানের বরজ মালিক সাধন কুন্ডু জানান, আম্পান ঝড়ে আমার বরজটি একেবারেই নষ্ট হয়ে যায়। পরেঅনেক কষ্টে আমার তিন বিঘা জমির উপর বরজটি আবার নতুন করে তৈরী করেছি। কিন্তু কে বা কারাআমার বরজটি দিন দুপুরে আগুন দিয়ে পুড়িয়ে দিলো। তিনি আরো জানান, আমার সাথে কারোকোন শত্রুতা নেই। কিন্তু তার পরও আমার বরজটি আগুন দিয়ে পুড়িয়ে দিলো।