প্রেসনিউজ২৪ডটকমঃ মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকাল ১০ঘটিকায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়য়ের মাঠ প্রাঙ্গনে গজারিয়া থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম,পিপিএম,গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী’র সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃপুলিশ সুপার সুমন দেব,অতিঃপুলিশ সুপার(অপরাধ)আদিবুল ইসলাম অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃমহসিন চৌধুরী,গুয়াগাছিয়া ইউঃপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন,বীর মুক্তিযোদ্ধা মোঃফজলুল হক,আলী আহম্মেদ মেম্বার,জমু মিয়া মেম্বারসহ সকল ওয়ার্ডের ইউঃপি সদস্যবৃন্দ,স্থানীয় হাজার খানেক জন সাধারণ
।ওপেন হাউজ ডে’তে স্থানীয় জনগণ গুয়াগাছিয়ার দুই দল ডাকাতের কবলে পড়ে কি ভাবে জীবন যাপণ করছেন সেই কথা তুলে ধরেন।জানা যায়,দীর্ঘদিন যাবৎ এই এলাকায় পিয়াস বাহিনী ও জিতু বাহিনী নৌ পথে ডাকাতি করে আসতেছে।তাঁদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা থাকলেও আইন শৃঙখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তাঁরা নিজেদের প্রভাব বজায় রাখতে প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।