ময়মনসিংহে মাতৃসদন ভবন এর নির্মাণ কাজ উদ্বোধন করেন মসিক মেয়র ইকরামুল হক

0
ময়মনসিংহে মাতৃসদন ভবন এর নির্মাণ কাজ উদ্বোধন করেন মসিক মেয়র ইকরামুল হক

প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সিটির নাগরিকদের স্বাস্থ্যসেবার উন্নয়নে ৬ তলা বিশিষ্ট নগর মাতৃসদন ভবন এর নির্মাণকাজ উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

মঙ্গলবার (১১ অক্টোবর) মঙ্গলবার বিকেল ৪ টায় ১৭ নং ওয়ার্ডের বাঘমারা পানির ট্যাংকি সংলগ্ন এলাকায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প ০২ এর আওতায় ৯ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য এ কম্প্রিহেন্সিভ রিপ্রডাক্টিভ হেলথ কেয়ার সেন্টার মাতৃসদনের উদ্বোধন করেছেন মেয়র। এর নির্মাণকাজ বাস্তবায়ন করছে ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।

উদ্বোধনকালে মেয়র বলেন, নগর মাতৃসদন নির্মাণের এ প্রকল্পটি বহুল প্রত্যাশিত একটি প্রকল্প। এতে নাগরিক স্বাস্থ্যসেবার ব্যাপক পরিবর্তন ঘটবে। এখানে গর্ভবতী নারী, মা-শিশুরা কম খরচে মানসম্মত সেবা পাবে। ইতোমধ্যে সিটি কর্পোরেশনের তিনটি প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র ও একটি নগর মাতৃসদন সেবা প্রদান করছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র সামীমা আক্তার, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল খান, ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকসানা শিরীন কাজল, মসিকের প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান, লেখক ও সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here