ভোলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৭ হাজার টাকা জরিমানা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে ভূয়া চিকিৎসক,ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমানআদালত।

শনিবার (২৮ মে) বিকাল সাড়ে ৩ থেকে রাত সাড়ে ৮ পযর্ন্ত বোরহানউদ্দিন পৌর শহর ও কুঞ্জের হাট বাজারে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. সাইফুর রহমান এ অভিযান পরিচালনা করেন। উপজেলা নিবার্হী অফিসার মো. সাইফুর রহমান বলেন মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার জন্য ২ টি ডায়াগনিস্টিক সেন্টারকে ৭ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্সবিহীনভাবে ভেটের্ণারী ঔষধ বিক্রি করায় ২ টি ফার্মাসীকে ৫০ হাজার টাকা এবং সনদবিহীন এক ভূয়া চিকিৎসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

যে সকল প্রতিষ্ঠানই রেজিষ্টেশনের জন্য আবেদন করেছে তাদেরকে ৩ দিনের মধ্যে সিভিল সার্জন অফিসের সাথে যোগাযোগ করে রেজিষ্টেশন সম্পন্ন করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here