সিদ্ধিরগঞ্জে নিজ এলাকায় নিজ দলের নেতাকর্মীদের রোষানলে মামুন !

0

প্রেসনিউজ২৪ডটকমঃ আবারও নিজ দলের নেতাকর্মীদের রোষানলে পড়তে হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদকে। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জে থানা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই গ্রুপ। এতে পন্ড হয়ে যায় সম্মেলন।

জানা যায় জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ নিজেও সিদ্ধিরগঞ্জ এলাকার নিবাসী। এর আগে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিজ দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন তিনি। এবার নিজ এলাকায় নেতাকর্মীদের রোষানলে পড়লেন মামুন মাহমুদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল থেকেই সম্মেলনস্থলের সামনে অবস্থান নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি গিয়াসউদ্দিনের কর্মী সমর্থকরা। সিদ্ধিরগঞ্জ থানা আসনের সাবেক সাংসদ হওয়া সত্ত্বেও সম্মেলনে তাকে আমন্ত্রণ না জানানোয় চাপা ক্ষোভ বিরাজ করছিল নেতাকর্মীদের মাঝে। এরই মাঝে মামুন মাহমুদের সমর্থকরা মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে সম্মেলন স্থলে প্রবেশ করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কমিটি ঘোষণার ক্ষেত্রে স্থানীয় সাবেক সাংসদদের পরামর্শ নেয়ার কথা বলে দেয়া হলেও তা আমলে নেননি মামুন। দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জে গিয়াসউদ্দিন বলয়ের নেতাকর্মীদের মাইনাসের পাঁয়তারা করছেন মামুন বলে অভিযোগ করেন তারা।

এদিকে সম্মেলনে উত্তেজনা সৃষ্টি হওয়ার ব্যাপারে ধারণা করতে পেরে এবার সম্মেলন স্থলেই উপস্থিত হননি মামুন। জেলার অধীনস্থ ইউনিট কমিটি ঘোষণার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ রয়েছে মামুনের বিরুদ্ধে। কমিটিতে বিতর্কিত পদায়ন ও কমিটি বানিজ্যের অভিযোগে এর আগে ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের হাতে নাজেহাল হতে হয়েছিল মামুনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here