মুন্সীগঞ্জের চরঝাপটায় ইলিশ শিকারি জেলেদের সাথে নৌ পুলিশের সংঘর্ষ আহত ১০ জন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ আনিছুর রহমান (রলিন) মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীর চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা অংশে নৌ-পুলিশের সাথে ইলিশ শিকারি জেলেদের সংঘর্ষ। এ ঘটনায় গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালামসহ পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সালাম এ এস আই ফয়সাল,এস আই শাহ আলম,কনস্টেবল কবির হোসেন ও জেলে আরস আলী বেপারীসহ কমক্ষে ১০ জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যের মধ্যে কনষ্টেবল কবির হোসেন ও জেলে আরস আলী বেপারীর অবস্থা গুরুতর হওয়ায়,তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।

নারায়নগঞ্জ ও মুন্সীগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপার মিনা মাহমুদা জানায়,চরঝাপটা এলাকায় মেঘনা নদীতে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করছিলেন,সে সময় তাদের বাঁধা  দিলে পুলিশের উপর লাঠিসোটা দিয়ে হামলা চালায় জেলেরা। পরে পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তিনি আরো জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের পরে আইনের ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here