ময়মনসিংহে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদন্ড প্রদান

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম (ময়মনসিংহ জেলা প্রতিনিধি) সোমবার (১১ অক্টোবর) বিকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা বাজার কর্মকর্তা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর এবং জেলা পুলিশ ফোর্সসহ নতুন বাজারস্হ “নবাবী রেস্টুরেন্টে” মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এই সময় খাদ্যে অনুমোদন বিহীন ও আমদানিকৃত নিষিদ্ধ মিশ্রিত জর্দার রং, সয়া সস, ভিনেগার, টেস্টিং সল্ট যা মানব দেহের জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক, ব্যবহার অযোগ্য মশলা সংরক্ষণ, ফ্রিজে সংরক্ষিত কাঁচা মাংস ও মাছের সাথে রান্না করা খাদ্য সামগ্রী রাখা; স্যাঁতস্যাঁতে, ময়লা ও নোংরা স্হানে রুটি বানানোর উপাদান সামগ্রী রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এ অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here