না’গঞ্জে “বক্তাবলী বধ্যভূমিতে‘‘ গণহত্যার পরিবেশ থিয়েটার নির্মাণ ও মঞ্চায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিনিধিঃ মহান স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী বধ্যভূমিতে‘‘গণহত্যার পরিবেশ থিয়েটার নির্মাণ ও মঞ্চায়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভা সঞ্চালনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা কালচারাল অফিসার রুনা লায়লা। এতে গুরুত্বপূর্ণ আলোচনা করেন স্থানীয় সরকারের উপ-সচিব ফাতেমাতুল জান্নাতের,অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী,নাটকের লেখক আসাদুল ইসলাম,নির্দেশক কাজী আনিসুল হক বরুন,নাটকের লেখক-নির্দেশকের সঙ্গে জেলার নাট্য সংগঠনের দলপতিদের সঙ্গে নাটকের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং আগামী ৭ সেপ্টেম্বর নাট্যকর্মী বাছাই প্রক্রিয়া শুরু করা হবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়া জেলার বিভিন্ন দলের নাট্যকাররাও এতে বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here