বরগুনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের শিয়ালিয়া গ্রামের সিদ্দিক মাঝি (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে । মঙ্গলবার দুপুরে গর্জনবুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক মাঝির নিকট একই গ্রামের নজরুল ইসলাম ধার হিসেবে দেয়া এক লক্ষ টাকা পেতেন।  দীর্ঘদিনেও টাকা আদায় করতে না পেরে নলটোনা ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন নজরুল ইসলাম। নলটৈানা ইউপি চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ চৌকিদার মারফত ডাকালেও পরিষদে হাজির হননি সিদ্দিক মাঝি। প্রতিপক্ষ নজরুল ইসলাম দলবল নিয়ে সিদ্দিককে গর্জনবুনিয়া নামক স্থানে বসে মঙ্গলবার বেলা ১২টার দিকে বেদম মারধর করে।
সিদ্দিক মাঝির পরিবার পরিজনসহ স্থানীয়রা অজ্ঞান অবস্থায় বেলা আড়াইটার দিকে সিদ্দিককে বরগুনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় সিদ্দিক মারা যান। সিদ্দিক মাঝির মেয়ে হালিমা বেগম জানান নজরুল ইসলাম, ফোরকান, শাকুরসহ ৪/৫জন সোমবার রাতে তার বাবাকে ধরে নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে নজরুল দলবল নিয়ে আমার বাবাকে বেদম মারধর করে। বাঁচাও বাঁচাও করে চিৎকার করলেও কেউ কর্ণপাত করেনি। বরগুনা নলটোনা ইউপি চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজের নির্দেশে তার বাবাকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন সিদ্দিক মাঝির কন্যা হালিমা বেগম।
অতিরিক্ত  পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তারিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান সফিকুজ্জামান মাহফুজ বলেন এঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। বিষয়টি আমার জানাও ছিল না। আমার বিরোধী পক্ষ আমাকে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here