ময়মনসিংহের গৌরীপুরে ৭০০ কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষ পেল প্রধানমন্ত্রীর উপহার

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মোহাম্মদ সাইফুল আলম (ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (১৮ জুলাই) দুপুরে গৌরীপুর মহিলা কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনাকালে চলমান পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় ৭০০ কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে -চাল ১০ কেজি, ডাল ১ কেজি চিনি ১ কেজি তেল ১ কেজি সেমাই দই প্যাকেট, লবন ৫০০ গ্রাম, গুরু দুধ ১০০গ্রাম সাবান ১টি । উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথি উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, সহ সভাপতি ও গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ রহুল আমিন, সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মুকতাদির শাহিন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম ছোটন, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক উমর ফারুক, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here