চাঁদপুরে নদী ভাঙা এলাকার বাসিন্দা অসহায় আছিয়া বেগমের পাশে: চাঁদপুরের ডিসি

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন জেলা প্রতিনিধি:চাঁদপুরের হাইমচর উপজেলার নদীর তীর ভাঙা এলাকার পূর্বচরকৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা আছিয়া বেগমের পাশে দাঁড়িয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আছিয়াকে ৬ হাজার টাকা সহায়তা ও ঘর মেরামতের জন্য ২ বান্ডেল টিন প্রদান করেন তিনি।

জানা যায়, হাইমচর উপজেলার পূর্বচরকৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা আছিয়া বেগম। স্বামী মারা গেছেন ১৫ বছর আগে। থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই বললেই চলে। নদীর পাড়ে ছোট জরাজীর্ণ ঘরে বাস করেন তিনি। একমাত্র নাতনিকে নিয়ে কোনোমতে দিনযাপন করেন। বিষয়টি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নজরে এলে তিনি তাকে এই অর্থ সহায়তা করেন।

অসহায় বৃদ্ধা আছিয়া বেগম বলেন, আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ ছিলো না। অনেক কষ্টে দিন পার করেছি। জেলা প্রশাসক আমাকে যে সাহায্য করেছে, তাতে আমি অনেক খুশি হয়েছি। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ঘটনাটি জানতে পারার সঙ্গে সঙ্গে আছিয়া বেগমকে সহায়তা করেছি। আমরা চেষ্টা করছি, যাতে একটি মানুষও গৃহহীন না থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here