মুন্সীগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে ৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। রোববার বেলা ১১টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আ: সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ বিভিন্ন পরিবহন সংগঠনের শ্রমিকরা। বিক্ষোভ মিছিলে তারা দাবি জানান, স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচলের ব্যবস্থা করতে হবে। সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে।

সারা দেশে বাস ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে ওএমএসের চাল দিতে হবে। এ সময় হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক আফজাল হোসেন ও সিরাজদিখান থানা পরিদর্শক (অপারেশন) সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন যাতে মহাসড়কে যানচলাচলে কোনো প্রকার বিঘ্ন না ঘটে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here