জনগণের হৃদয়মন থেকে জিয়ার নাম ও আদর্শ মুছে ফেলা যাবেনা-আব্দুল হাই

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: শহীদ জিয়াউর রহমান মুক্তিযোদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করেছে। তার এ মহান অবদানের জন্যে রাষ্ট্র তাকে বীর উত্তম খেতাব দিয়েছে। কুচক্রান্ত ও ষড়যন্ত্র করে বীর উত্তম খেতাব মুছে ফেলা যাবেনা।

জনগণের হৃদয়মন থেকে জিয়ার নাম আদর্শ মুছে ফেলা যাবেনা। বিএনপির প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বালিতের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল দিকে জেলা বিএনপির পার্টি অফিসের সামনের সড়কে মুন্সীগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব আবদুল হাই এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ছিলেন। তার স্বাধীনতা ঘোষনার ডাক শুনে মুক্তিকামী জনগণ মুক্তিযোদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে। বর্তমান সরকার রাজনৈতিক হিংসাবশত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নিতে চাইছে।

জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়ার সহ-সভাপতি আতোয়ার হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ, জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক গোলজার হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. শহীদুল ইসলাম, সরকারী হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মো. শাহীন মিয়া, শ্রমীক দলের সভাপতি আব্দুল আজিম স্বপন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, যুবদলের সভাপতি সুলতান আহম্মেদ, সহ-সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা অ্যাডভোকেট তোতা মিয়া, কৃষকদল নেতা মো. আব্দুল রশীদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন আহম্মেদ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here