মাস্ক ছাড়া পূজা মণ্ডপে ঢুকবেন না: জয়পুরহাট পৌর মেয়র

0

প্রেসনিউজ২৪ডটকমঃ জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাট পৌর এলাকায় প্রত্যেকে মাস্ক পরে পূজা মন্ডপে প্রবেশের অনুরোধ জানিয়েছেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সর্বজনীন। গত দুই ঈদের সময় আমরা যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলেছি, ঠিক সেভাবেই পূজাতেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পৌর মিলনায়তনে পূজা মন্ডপগুলোতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাস্ক ছাড়া কাউকে পূজা মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রতিটি মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

প্রতিটি পূজা মন্ডপে ২ হাজার মাস্ক, ১৬ লিটার স্যানিটাইজার বিতরণ করা হয়। বিতরণকালে, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হক্কানী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা কমিটি সাধারণ সম্পাদক রতন কুমার খা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নিখিল চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here