ধর্ষনের প্রতিবাদে নারায়ণগঞ্জে কমিউনিস্ট পার্টির নারী সমাবেশ

0

প্রেসনিউজ২৪ডটকমঃ প্রেস বিজ্ঞপ্তি: দেশে অব্যাহত নারী নিপীড়ন ও ধর্ষনের প্রতিবাদে ছাত্র যুব ও সংস্কৃ
তি কর্মীরা রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে। আমরা দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়েও সরকারের দৃষ্টি আকর্ষন করতে পারি নাই। সরকার ও রাষ্ট্রের সমীহীন উদাসীনতা ও বিচারহীনতার কারনে দেশের এই চরম অবনতি
ঘটেছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, নারায়ণগঞ্জ নারী সেলের উদ্যোগে এই ভয়াবহ নিপীড়ন ও ধর্ষনের প্রতিবাদে ০৯ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ আইন কলেজের সামনে এক নারী সমাবেশ
অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ নারী সেলের সম্পাদক কমরেড কৃষ্ণা ঘোষ ও সঞ্চালনায় ছিলেন কমরেড মৈত্রী ঘোষ। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেল কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড শিবনাথ চক্রবর্তী,

জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারী নেত্রী শাহানারা বেগম, জেলা কমিটির সদস্য কমরেড দুলাল সাহা, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি এড প্রদীপ ঘোষ বাবু, নারী সেলের সদস্য কমরেড প্রীতিকনা দাস নূপুর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারন সম্পাদক কমরেড বিমল কান্তি দাস, নারী সেলের সদস্য কমরেড শোভা সাহা, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সভাপতি এম.এ. শাহীন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, সিলেটের এমসি কলেজে ধর্ষনের ঘটনা, নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনাসহ সারাদেশে প্রতিদিন ধর্ষনের মহা উৎসব চলছে।

জাতির মান সম্মান বলে কোন কিছুই অবশিষ্ট থাকছে না। আমাদের মা বোনেরা চরম অনিশ্চয়তার মধ্যে জীবন যাপন করছে। বলা যায় স্বাভাবিক জীবন যাপনের কোন পরিবেশ দেশে আর নেই। এমন একটা পরিস্থিতিতেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের দেশের চেয়েও অন্যান্য দেশে বেশী ধর্ষন হয়। মন্ত্রীদের এ জাতীয় বক্তব্যে আমাদের মাথা হেট হয়ে যায়।

অন্যদিকে লক্ষ্য করা যাচ্ছে দেশের ছাত্র সমাজ যখন রাস্তায় নামছে প্রতিবাদ করছে তখন সরকারী দলের ছত্রছায়ায় বিশেষ করে ছাত্রলীগের ছত্রছায়ায় আন্দোলনকারীদের উপর হামলা করা হচ্ছে। এমনকি পুলিশী হামলাও আমরা লক্ষ করছি। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগ ও পুলিশের এই নির্লজ্জ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ছাত্র সমাজের বীরত্বপূর্ণ এই লড়াইয়ে কমিউনিস্ট পার্টি সর্বোত সমর্থন জানাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here