ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশিং কমিটির  উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাদক বিরোধী  সমাবেশে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন,মতলব উত্তর থানার অফিসার  ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ছেংগারচর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পৌর যুবলীগ নেতা নাজমুল খানের পরিচালরনায়, পৌর কমিউনিটি পুলিশিং এর  সভাপতি মোখলেসুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- পৌর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট মহসিন মিয়া মানিক।

মাদক বিরোধী সমাবেশে বিশেষ অতিথির রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর  মোহাম্মদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সোলাইমান  আহম্মদ রতন ফরাজী, পৌর কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি ও ঝিনাইয়া
উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি মোঃ নাছির উদ্দিন  মিয়া, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, উপজেলা  কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক  সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও  গজরা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি শহিদ উল্লাহ মাস্টার,

বিশিষ্ট সমাজ সেবক ও পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক খান, ছেংগারচর  বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, ৪নং  ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি শরিফ দর্জি, উপজেলা  কমিউনিটি পুলিশিং এর প্রচার সম্পাদক জাকির হোসেন বাদশা, মতলব উত্তর  উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মমিনুল ইসলাম, ৬নং ওয়ার্ড  কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইদ্রিস আলী, ৭নং ওয়ার্ড কমিউনিটি  পুলিশং এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ, উপজেলা ছাত্রলীগ নেতা আবু  হানিফ অভি, পৌর ছাত্রলীগ নেতা আবু হানিফ অপু, মাহিন হোসেন সৈকত,  পৌর ছাত্রলীগ নেতা নুরনবী খান প্রমূখ। মাদক বিরোধী সমাবেশে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা তাঁর বক্তব্যে বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবেই।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি সবাইকে স্বোচ্ছার হতে  হবে। যারা দেশকে এগিয়ে নিবে তাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে। আমাদের  দেশের যুবসমাজ মাদকের সাথে সম্পক্ত হচ্ছে। এতে দেশের ক্ষতি হচ্ছে। আমাদের  দেশে যে উন্নয়ন হচ্ছে এগুলো উন্নত দেশের লক্ষন। মাদক থেকে সকলকে দূরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলতে হবে। পুলিশকে জনগন তথ্য দিয়ে সহায়তা করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদক গ্রহনকারী সকলকে আইনের  আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে। যেখানেই অপরাধ মূলক কর্মকান্ড বা কোন সমস্যা দেখবেন তখন এ ৯৯৯ নম্বরে ফোন করবেন দ্রুত সময়ের মধ্যে পুলিশ এসে যাবে।

মাদক সেবীদের কাছ থেকে আমরা কেউ নিরাপদ নই। তাই সকলে মিলে মাদক  গ্রহনকারীদের নির্মূল করতে হবে। তিনি বলেন, মাদকের ব্যাপারে আমাদের পুলিশ বাহিনী মাদকের বিরুদ্ধে  সবসময় কঠোর অবস্থানে আছে এবং সব সময় থাকবে। যারা মাদক বিক্রেতা  তাদের তালিকা করতে হবে। তাদের তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা  গ্রহন করা হবে।

আপনারা শুধু আমাদের তথ্য দিবেন কারা মাদকের ব্যবসা ও মাদক  গ্রহন করে। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যস্থা গ্রহন করব। আমাদের সকল দক্ষতা দিয়ে সমাজ থেকে মাদক নিমূল করা হবে। সকল ধরনের মাদক সেবীদের তথ্য দিয়ে  দেশকে রক্ষা করতে হবে। যে দেশকে ভালোবাসে সে কখনও মাদকাসক্ত হবেনা। তাই দেশকে ভালোবাসতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here